রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। এসময়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬৯২ জন। মঙ্গলবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২১৪ জন। এই মাসে এখন পর্যন্ত ১১ হাজার ৯৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৭২ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৩২০ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮৫১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ১ হাজার ৬৩৮ জন, আর বাকি ১ হাজার ২১৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৯ হাজার ৯৯২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪৬ হাজার ৯২৮ জন।