সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগে আলমগীর হাজাম (৩৫) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর মাড়িয়া হাজামপাড়া এলাকার মকছেদ হাজামের ছেলে।
জানা গেছে, ১২ নভেম্বর আলমগীরের বাড়িতে খেলতে গেলে শিশুটিকে ধর্ষণ করে সে। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে ভয়-ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। পরে পরিবারের লোকজন জানতে পেরে থানায় মামলা করেন। বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আলমগীর হাজামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।