রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় প্রকাশ করেছে। দিল্লি ক্যাপিটালস রেখে দিয়েছে বাংলাদেশি পেস সেনসেশান মোস্তাফিজুর রহমানকে।
এছাড়াও তারা অধিনায়ক ঋষভ পন্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বি’শ, রিপাল প্যাটেল, রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ঢুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অ্যানরিখ নরকিয়া, চেতর সাকারিয়া, কমলেশ নগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, আমান খান, কুলদ্বীপ যাদব, প্রাভীন দুবে ও ভিকি অস্টওয়াল।