রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন, পবা উপজেলার সোনাইকান্দি গ্রামের মৃত আলম হোসেনের স্ত্রী রাশেদা বিবি (৪৫) এবং সুমন হোসেনের স্ত্রী আশিয়া বেগম ওরফে আসেনুর (৫০)।
পবার উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বলেন, সকালে সোনাইকান্দী গ্রামের ১৫-২০ জন নারী-পুরুষ পদ্মার চরে খড় কাটতে যান। বিকেলে ফেরার পথে নৌকার তলা ফেটে সেটি ডুবে যায়। এসময় বাকিরা সাঁতারে তীরে উঠলেও দুই নারী তলিয়ে যান। পরে কয়েক কিলোমিটার দূরের ভাটিতে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়।
রাজশাহী মহানগর নৌ থানার ওসি ওবাইদুল হক বলেন, স্থানীয় লোকজন পদ্মা নদী থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।