সর্বশেষ সংবাদ :

নগরীতে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, আহত ২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে নগরীর চণ্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় দুইজন আহত হয়েছেন। হামলার শিকার সেলিনা পারভীন নামে একজন নারী এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, চণ্ডিপুর এলাকার বাসিন্দা হার্ট ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা শরিফুজ্জামান তার বাড়ির সংস্কার করছিলেন। এসময় প্রতিবেশি শামীম তাকে বাধা দেন। এ ঘটনায় উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে শামীম, তার ভাই টনি, মনি, আপন চাচাত ভাই জনি এবং সজিবসহ ৮-১০ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে শরিফুজ্জামানের বাড়িতে হামলা চালায়।
খবর পেয়ে শরিফুজ্জামানের মামা শ^শুর প্রতিবেশি বাবর আলী এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা বাবর আলীর বাড়ির গেট, দরজা এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। লুট করে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার। সন্ত্রাসীরা এসময় বাবর আলীর স্ত্রী আলেয়া বেগম এবং বাড়ির অন্য নারীদের ওপর হামলা চালায় এবং শ্লীলতাহানি ঘটনায়। এ ঘটনায় আহত বাবর আলী এবং তার স্ত্রী আলেয়া বেগম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত বাবর আলী জানান, হামলাকারী টনি ও সনি চাঞ্চল্যকর ডাবলু হত্যামামলার আসামি। তারা সামান্য ঘটনাকে কেন্দ্র করে আমাদের পরিবারের ওপর হামলা চালিয়েছে। হামলার পর থেকে এলাকায় লাঠিসোটা নিয়ে শোডাউন দিচ্ছে। বাড়ি থেকে বের হলেই আমাদের ওপর আবারও হামলা চালানো হবে বলে হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।
নগরীর রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় শরিফুজ্জামানের শ্যালিকা সেলিনা পারভীন বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করছে। তাদের অচিরেই আইনের আওতায় আনা হবে।


প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২ | সময়: ৬:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ