মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে কৃষি ঋণ মেলায় কৃষি ঋণ প্রদানের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কৃষি ঋণ মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি ঋণ প্রদানের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ খালিদ মেহেদী হাসান পিএএ।
সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার (নওগাঁ) মুহাম্মদ রাশিদুল হক, মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ওলিউজ্জামান, জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ এনামুল বশির প্রমুখ।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রারেয়া রহমান পলি, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড সহ উপজেলার ১৫টি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সানশাইন / শামি