বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
নিয়ামতপুর প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানের সাথে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বিকেলে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের অফিস কক্ষে এ মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন নিয়ামতপুর থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাহান সা, অর্থ সম্পাদক জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, সদস্য মেহেদী হাসান, শাকিল আহমেদ, রতন কুমার প্রমুখ।
মতবিনিময় সভায়, নিয়ামতপুরে মাদক, চুরি ডাকাতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলা হয়। পরে ওসি এই বিষয়ে সবার সহযোগিতা চান এবং দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।
সানশাইন/টিএ