বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে গরু-খাশি কাপ নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠি হয়েছে। শুক্রবার রাতে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উত্তরবঙ্গ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টে প্রধান অতিথি ছিলেন, এফবিসিসিআই’র পরিচালক বিশিষ্ট ব্যবাসয়ী ও সমাজসেবক শামসুজ্জামান আওয়াল। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ৩-০ গোলে পাকুড়িয়া শিমুল স্মৃতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাইমারেঞ্জার।পিপড়া ইভেন্ট ম্যানেজমেন্টের সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও রাসিক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, রাসিক ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু।এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান রুবেল, সমাজসেবক জানে আলম খান জনি, পিপড়া ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক আদনান, রাজশাহী, জেলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক রাকিব হোসেন।