মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী সদর দলিল লেখক সমিতির আয়োজনে জেলার চারঘাট সাব-রেজিষ্ট্রারের অফিসের সাব-রেজিষ্ট্রার শাহীন আলীর বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার সকালে সদর সাব-রেজিষ্ট্রারের অফিস চত্বরে অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রেজিষ্ট্রার মতিউর রহমান , রাজশাহী সদর সাব-রেজিষ্ট্রার নাজির আহমেদ রিপনসহ সকল উপজেলার সাব- রেজিষ্ট্রার ।
এছাড়াও বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী বিভাগের আহ্বায়ক এবং রাজশাহী জেলা ও সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মহিদুল হকের নেতৃত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ জাকাতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আক্তার মাবুল, সহ-সভাপতি সিরাজ উদ্দিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, আইন বিষয়ক সম্পাদক ফজলে হোসেন বেলাল, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম তপন, প্রচার সম্পাদক শামিম হাসান, কার্যনির্বাহী সদস্য বাবুল সরকার, সেলিম উদ্দিন ও দুলাল হোসেনসহ সমিতির সাধারন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।