পবা উপজেলা কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত

পবা প্রতিনিধি

আগামী ৩ই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে পবা উপজেলা কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ই নভেম্বর) বিকেলে রাজশাহী পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের সবসার উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষকদলের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমেটির আহ্বায়ক ও রাজশাহী জেলা বিএনপির সদস্য আবু সাইদ চাঁদ।

 

পবা উপজেলা কৃষকদলের আহবায়ক আলম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও পবা উপজেলা কৃষকদলের যুগ্ন আহব্বায়ক এনতাজ আলীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার, কৃষক দলের রাজশাহী বিভাগের যুগ্ন সম্পাদক মাহমুদা হাবিবা, সাংগঠনিক সম্পাদক ফৌজদার শফিকুল ইসলাম বেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান, সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার মিঠু।

 

 

 

 

আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহব্বায়ক সেলিম রেজা বাচ্চু, সদস্য সচিব মোজাফফর হোসেন, বড়গাছি ইউনিয়ন বিএনপির আহব্বায়ক ও সাবেক চেয়ারম্যান সোহেল রানা, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি জেকের আলী, রাজশাহী জেলা কৃষকদলের আহব্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম, নওহাটা পৌর কাউন্সিলর মাসুদ পারভেজ, পবা উপজেলা যুবদলের সদস্য বাবু হোসেন, নওহাটা পৌর যুবদলের সদস্য সচিব মাহবুব আলম সুমন সহ আরো উপ¯ি’ত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা। সভায় আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নেতা-কর্মীদের বিশেষ প্রস্তুতি থাকার জন্য আহবান জানান উপস্থিত নেতৃবৃন্দ।

সানশাইন / শামি

 


প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২ | সময়: ১২:৩২ অপরাহ্ণ | Daily Sunshine