সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে সিলিং ফ্যানে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর ভদ্রা জামালপুর এলাকায় নিজ বাড়িতে মুর্শিদা (২৫) নামের ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মুর্শিদা ওই এলাকার মাজদার বড় মেয়ে।
নিহত মুর্শিদার মা মাজেদা জানান, তার মেয়ে প্রতিবেশী ঋতুর সাথে ঘুরে বেড়াতো আর নেশা করতো। এটা নিয়ে নিষেধ করলে উল্টো আমাকে মারধর গালাগালি করে। গতকাল রাতেও আমাকে মেরেছে। আর প্রায় সময় সে মরার ভয় দেখাতো। আর সত্যি আজকে তাই করে ফেলল।
পুলিশ সূত্রে চন্দ্রিমা থানা সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি সঠিকভাবে জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মুর্শিদা মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পুলিশকে জানিয়েছে পরিবার।


প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২ | সময়: ৫:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ