বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফিতা কেটে এ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রহমান। বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা,রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদসহ অন্যরা। পরে অতিথিরা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় ডেঙ্গু নিধন ও বিশেষ পরিস্কার পরিছন্ন অভিযানে অংশ নেন তাঁরা।