সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে দাম্পত্য কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে অসিম কুমার (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক পালপাড়া গ্রামের ধীরেন পালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী আটঘরিয়া গ্রামের তিথি রানী পাল কে বিয়ে করে অসিম কুমার। তাদের সংসারে একটি ছেলে সন্তানও আছে। কিন্তু কিছুদিন আগে তিথি রানী পাল অসিম কুমার কে ছেড়ে চলে যায়। স্ত্রী চলে যাওয়ায় মানসিক ভাবে দুশ্চিন্তায় ভুগছিলেন অসিম কুমার। পরে সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরে অসিম।
পরিবারের লোকজন অসিম কে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় ধুপইল সার্জিক্যাল হসপিটালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্য চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পথে মারা যান অসিম। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লালপুর থানার ওসি মোহা. মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সানশাইন/টিএ