বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে স্ত্রীকে শ্বাস রোধে হত্যা মামলায় স্বামী মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার এ রায় দেন। দন্ডপ্রাপ্ত মিজানুর রহমান কালাই উপজেলার চকবারই ইটাতলা এলাকার মৃত কলিমউদ্দীনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের তোজাম্মেল হকের মেয়ে জেসমিনের সাথে কালাই উপজেলার মিজানুর রহমানের বিয়ে হয়। ২০০৯ সালের ২৬ অক্টোবর রাতে মিজানুর তার স্ত্রীকে শাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আখতার হোসেন ২০১১ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার ১২ জনের স্বাক্ষী গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।