শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর নতুন বিলশিমলা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ হাসিবুর রহমান (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতার হাসিবুর নগরীর বিলশিমলা এলাকার বাসিন্দা।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাসিবুরকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সোমবার রাজপাড়া থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেছে।