রবিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিবেদক : মোহনপুরে ফেনসিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড হলিদাগাছি গ্রামের মাদক বিক্রেতা আজাম্মেল হকের স্ত্রী মনিরা খাতুন (৩৭) কে ৩১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। এসময় ঘটনাস্থলে থেকে কৌশলে পালিয়ে যায় আজাম্মেল হক।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, ফেনসিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর পলাতক আসামীকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।