বড়াইগ্রামে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দলিল লেখক নিহত

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মাছবাহী পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রহমত আলী (৪৫) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। রোববার বিকাল সাড়ে তিনটার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রয়না ভরট হাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত আলী উপজেলার কৈডিমা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। এ ঘটনায় পুলিশ পিকআপটি জব্দ ও চালক নাটোর সদর উপজেলার রামাইগাছি গ্রামের শাহজাহানের ছেলে রবিউল করিম (২২) কে আটক করেছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রোববার বিকালে সিরাজগঞ্জ থেকে নাটোরগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রহমত আলী গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ পিকআপসহ চালককে আটক করে।


প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২ | সময়: ৫:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ