বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ ইং, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ধান ক্ষেত থেকে অজ্ঞাত (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে থানায় একটি ইউডি মামলা দায়েরের পর নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এরআগে শনিবার রাত সাড়ে ৭ টায় উপজেলার কুন্দগ্রাম ইউপির কারিমাপাড়ার বুড়িমারা মাঠ থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, গত কয়েক দিন আগে উপজেলার কুন্দগ্রাম বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন ভাবে অজ্ঞাত ওই নারীকে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর শনিবার সন্ধ্যায় ধানক্ষেতে কৃষি শ্রমিকরা ওই নারীর লাশটি পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন। তিনি আরো জানান, এখনো ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।