রাজশাহী অঞ্চলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন

স্টাফ রিপোর্টার : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমবায় দিসব পালিত হয়েছে।
শনিবার রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসন এবং সমবায় বিভাগের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্।
বিভাগীয় কমিশনার বলেন, সমবায়ের যে শক্তি তার পরিসর বৃহৎ, সমবায়ের শক্তি সুবিশাল। আমাদের আশেপাশের দেশগুলো সমবায় আন্দোলনের মাধ্যমে তাদেরকে বিশে^র মানচিত্রে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের শক্তিকে উপলব্ধি করে স্বাধীনতার পর থেকেই সমবায় আন্দোলনকে জোরদার করার জন্য কাজ করেছেন।
বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে আমরা সবাই জানি। দেশের সব মানুষ কোনো না কোনোভাবে এগুলোর উপকারভোগী। আশ্রয়ণ প্রকল্প তার মধ্যে অন্যতম। প্রভাবশালী মহলের কাছ থেকে সরকারি খাস জমি পুনরুদ্ধার করে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীনদেরকে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। এই উপকারভাগীরা এখন বিভিন্ন সমবায়ী আন্দোলনের মাধ্যমে যুক্ত হয়ে হাস-মুরগি, গরু-ছাগল ও শাক-সবজির খামার করে সাবলম্বী হচ্ছে।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত জিআইজি রাশেদুল হাসান, আরএমপি’র অতিরিক্ত কমিশনার বিজয় বসাক প্রমুখ। অনুষ্ঠানে রাজশাহী সমবায়ী বিভাগের যুগ্ম নিবন্ধক মো. আব্দুল মজিদ স্বাগত বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহী বিভাগের সমবায়ীরা উপস্থিত ছিলেন।
মপফষপল বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। কর্মসুচির মধ্যেছিলো ফেষ্টুন উড়ানো, জাতীয় ও সমবায় পতাকাা উত্তোলন, বর্ণ্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা, সম্মাননা ক্রেষ্ট বিতরণ।
পবা উপজেলা: এ দবিস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি বের হয়। শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সফল সমবায়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন। বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. সুলতানুল ইসলাম। বক্তব্য রাখেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মঞ্জিল, গহমাবোনা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি গোলাম রসুল, বড়গাছী মহিলা সমবায় সমিতির সভাপতি মনিরা বেগম। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মো. পলাশ উদ্দিন ও মোসা. নাসরিন আলম, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ, বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসাইন সাগর প্রমুখ।
নওগাঁ: বর্ন্যাঢ্য র‌্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান পিএএ। র‌্যালি শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সমবায় অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার কে,এম মামুন খান চিশতি, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, নওগা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সম্পাদক মাসুদ রানাসহ বেশ কয়েকজন সমবায়ী বক্তব্য রাখেন।
বাগমারা: শনিবার উপজেলা চত্বর থেকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর মান্নান হোসেন আকন্দ। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আত-তিজারা রাজশাহী লিমিটেড এর পরিচালক আব্দুল হালিম, বিলকালাই মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আক্কাছ আলী, স্বপ্নচাষ সম্বন্বীত কৃষি সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক সরকার বাবু, ম্যাসেঞ্জার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি শাহাজাহান, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক শেখ রেজাউল করিম প্রমূখ। অনুষ্ঠানে শেষে সমবায় সমিতিতে বেশী অবদান রাখায় কয়েকটি সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন আত-তিজারা কেএসএস লিমিটেডের সম্পাদক দুরুল হুদা।
শিবগঞ্জ: এ উপলক্ষে শনিবার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি সাব্বির আহম্মেদ, সততা মানবিক উন্নয়ন সোসাইটির সভাপতি তোহিদুল আলম টিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানসহ অন্যরা।
ভোলাহাট: ভোলাহাট উপজেলা সমবায় ও সমবায়ীদের উদ্যোগে শনিবার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ উম্মে তাবাসসুমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগতম বক্তব্য রাখেন, জেলা সমবায় সমিতির পরিদর্শক মো. আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজওয়ানুল হক, বীরমুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমান, সমবায়ি প্রগতী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. শাহিন রেজা, চাঁপাইনবাবগঞ্জ ভূমি উন্নয়ন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মো. একরামুল হকসহ অন্যরা।
সাপাহার: সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আলমামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমবায় দিবস ও বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন শীর্ষক প্রতিপাদ্যের উপর গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, সাপাহার থানার ওসি তদন্ত হাবিবুর রহমান, অনুষ্ঠানে সমবায়ী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা সমবায় অফিসার (অ:দা:) মো: রফিকুল ইসলাম। এসময় উপজেলার শত শত সমবায়ী নারী পুরুষ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
পোরশা: দিবসটি উপলক্ষ্যে শনিবার বর্ণাঢ্য সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও(ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন। উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক সহ কর্মকর্তাবৃন্দ ও সমবায় সদস্যগণ উপস্থিত ছিলেন।
মান্দা: নওগাঁর মান্দায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, সমবায় কর্মকর্তা আকতার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী এনায়েত হোসেন, প্রসাদপুর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আখতারুজ্জামান আল মনসুর প্রমূখ।
বাগাতিপাড়া: উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল ও উপজেলা সমবায় অফিসার খন্দকার সাজ্জাদ হোসেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, সহ-সভাপতি আব্দুল ওয়াহব, আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন ,উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক আরিফুল ইসলাম তপু প্রমুখ। উক্ত সভায়, উপজেলার সকল সমবায় সমিতির প্রতিনিধিগণ অংশগ্রহণে সমবায়ীদের ও মাঝে ঋনের চেক ও সনদ বিতরণ করা হয়।
মোহনপুর: উপজেলা পরিষদ উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ জোহ্রা। স্বাগত বক্তব্য প্রদান করেন সমবায় কর্মকর্তা মোছা. আনিছা দোলোয়ারা আঞ্জু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ। সহকারী পরিদর্শক জরিনা খাতুন, অফিস সহকারী আশীষ কুমার নিয়োলী, সাজ্জাদ হোসেন, মোরশেদ আলীসহ সফল সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন ।
জয়পুরহাট: জয়পুরহাট জেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে শহরের জয়পুরহাট সদরের মোহাম্মদ মজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে সমবায় সমাবেশ ও আলোচনা সভা, সফল সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা সমবায় কর্মকর্তা ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। বক্তব্য রাখেন বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) ফারজানা হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী এবং সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)- আরাফাত হোসেন প্রমুখ।
গোমস্তাপুর: শনিবার সকালে সমবায় দপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা সমবায় সমিতি কর্মকর্তা নাদিম উদ্দিন,পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগমসহ অন্যরা।
দুর্গাপুর: শনিবার দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আসগর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুত কুমার সরকার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমিনুল হক টুলু, উপজেলা পাটবীজ কর্মকর্তা রুবেল রানা।
নিয়ামতপুর: শনিবার উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। চন্দননগর (বেগুনবাড়ী ) সমবায় সমিতির সভাপতি দেলোয়ার হোসেন শিমুলর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়রম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোছাদ্দেকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আবু হাসেম মো. মোকাররম হোসেন।
গোদাগাড়ী: শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ৭জন সফল সমবায়ীকে সর্বোচ্চ অডিট ফি ও পিডিএফ প্রদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার জিগার হাসরত। সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন ব্রোজেন হেমব্রোম।


প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২ | সময়: ৬:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ