সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার: জেলহত্যা দিবস উপলক্ষে নগরীতে দোয়া ও দুস্থদের খাবার বিতরণ করা হয়েছে। শনিবার মিশুক সিএনজি মালিক সমিতির উদ্যোগে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
রাজশাহী জেলা মিশুক ও সিএনজি মালিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদার হোসেন ভুলুৃর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ এর সহ সভাপতি বিশিষ্ট নারী নেত্রী শাহীন আক্তার রেণী।
এ সময় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. আব্দুস সোহেল। আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাংগঠনিক সম্পাদক মো. মুকুল শেখ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ, মিশুক সিএনজি মালিক সমিতির সহ সভাপতি মাসুদ রানা শাহীন, মহানগর শ্রমিক লীগ এর সহ সভাপতি এস এম আব্দুল হান্নানপ্রমুখ।