সর্বশেষ সংবাদ :

নগরীতে বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি: বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো পিএলসি, রাজশাহী এর সম্মানিত গ্রাহকবৃন্দকে জানানো যাচ্ছে যে, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে আইসোলেটর স্থাপন এবং ১১কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য নিম্নোক্ত এলাকাসমূহে নিম্নবর্ণিত সিডিউল অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। বিনোদপুর ০৪/১১/২০২২ইং (রোজ শুক্রবার) তালাইমারী ট্রাফিক মোড়, কাজলা, বরেন্দ্র ভার্সিটি সকাল ০৭:০০ টা বিকাল ৩:০০ টা, বিনোদপুর, মির্জাপুর, হানুফার মোড়, আনিসের মোড় সকাল ০৭:০০ টা সকাল ১০:০০ টা। সেরিকালচার দেবিশিংপাড়া, শিরোইল, মটপুকুর, বালিয়াপুকুর সকাল ১০:০০ টা বেলা ১১:০০ টা ০৩ ভদ্রা নর্দান মোড়, মোন্নাফের মোড়, সাধুর মোড়, উপর ভদ্রা, ভদ্রা মোড়, বালিয়াপুকুর বড় বটতলা, রেশম গবেষনা ইন্সটিটিউট বেলা ১১:০০ টা বেলা ১২:০০ টা উপরিউক্ত এলাকা ছাড়াও উল্লেখিত কাজের জন্য এবং লোড শেডিং জনিত কারণে অন্যান্য এলাকায় মাঝে মাঝে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিতে পারে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক এ অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।


প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২ | সময়: ৬:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর