মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি
৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর ২৬ নং ওয়ার্ড (পশ্চিম) ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩রা নভেম্বর) বাদ আসর নামোভদ্রা পদ্মা আবাসিক জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজশাহীর নগর পিতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ফিরোজ আলম।
রাজশাহী মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার হোসেন পলকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ২৬নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার আহম্মেদ বাচ্চু, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ ও জাহিদুল ইসলাম জনি এবং ওয়ার্ড ছাত্রলীগের রেজা, আবরার, সিয়াম, মশিউর, শিমুল, আল আমিনসহ স্থানীয় মুসল্লিগণ।
সানশাইন / শামি