শনিবার, ২৮শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপ শুরু হওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন সাকিব আল হাসান। তবে বিশ্বকাপে নিউ জিল্যান্ডের পেসার টিম সাউদি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেট নিয়ে তাকে পেছনে ফেলেন। এরপর শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে ১টি করে উইকেট নিয়ে তার মোট উইকেট হয় ১২৭। এর মধ্য দিয়ে তালিকায় শীর্ষে অবস্থান নেন এই কিউই পেসার।
তবে সাকিব নেদারল্যান্ডসের বিপক্ষে ১ উইকেট ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেন ২ উইকেট। এরপর আজ বুধবার ভারতের বিপক্ষে ২ উইকেট শিকার করে আবার ছুঁয়ে ফেলেন সাউদিকে। ১০৬ ইনিংসে সাকিব নিয়েছেন ১২৭ উইকেট। অন্যদিকে ১০১ ইনিংসে সাউদির উইকেটও ১২৭টি। ৭৩ ইনিংসে ১২১ উইকেট নিয়ে আফগানিস্তানের রশিদ খান এই তালিকায় আছেন তৃতীয় স্থানে।
তবে সংক্ষিপ্ত এই ফরম্যাটে ১০০-এর বেশি উইকেট শিকারি বোলারদের মধ্যে সবচেয়ে ভালো ইকোনমি রেট আফগান এই স্পিনারের। তার ইকোনোমি ৬.২৪। অন্যদিকে ৬.৮১ ইকোনোমি নিয়ে তার পরেই আছেন সাকিব। আর সাউদির ইকোনোমি ৮.১৭।