চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

 

বুধবার বিকালে বিএনপির দলীয় কর্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের ফুড অফিস পর্যন্ত গিয়ে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

 

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফ ও সদর উপজেলা যুবদলের আহ্বয়ক এ্যাড. আব্দুস সামাদ তালুকদার, সে”ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, ছাত্রনেতা মিম ফজলে আজিম প্রমুখ। সমাবেশে বক্তরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের মামলা প্রত্যাহারের দাবি জানান।

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: নভেম্বর ২, ২০২২ | সময়: ৯:২৪ অপরাহ্ণ | Daily Sunshine