মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসিয়াল ওয়েবসাইটটি আধুনিকায়ন করা হয়েছে। এতে করে ওয়েবসাইট আরো বেশি ব্যবহারকারীবান্ধব ও দৃষ্টিনন্দন হয়েছে। www.ru.ac.bd আইডির এই ওয়েবসাইটটি আগামী রবিবার থেকে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
গতকাল বুধবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এক অনাড়ম্বর আয়োজনে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এই ওয়েবসাইট উদ্বোধন করেন।
এসময় সহ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায় ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
সানশাইন/টিএ