সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন, সিনেট কার্যকরসহ ১৪ দফা দাবিতে সপ্তাহব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে রাকসু আন্দোলন মঞ্চ। গতকাল বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ধারাবাহিক কর্মসূচির মধ্যে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর। এর আগেও শিক্ষার্থীদের মাঝে যৌক্তিক দাবিগুলোতে কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য লিফলেট বিতরণ করা হয়।
কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দেখা যায়, ‘বড় সাদা ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষর্থীরা এসে দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে স্বাক্ষর করছেন। এসময় তারা বিভিন্ন দাবির কথাও লিখছেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থী আয়েশা লিখেছেন ‘রাকসু আমার অধিকার’, ইতিহাস বিভাগের শিক্ষার্থী সুস্মিতা লিখেছেন ‘ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধি করতে হবে’, বাসের ট্রিপ বৃদ্ধি করতে হবে ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হাসান আলী লিখেছেন ‘বিশ্ববিদ্যালয় মেডিকেল আরো উন্নত চাই।’
স্বাক্ষর করার পর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফ্ফাত খানম বলেন, ‘আমি এই ১৪ দফা দাবির একমত পোষণ করছি। আবাসিক হলে সিট বরাদ্দসহ বিভিন্ন সমস্যা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ভালো মানের চিকিৎসা ব্যাবস্থা নেই। ছাত্র-ছাত্রীদের তুলনায় বাসের সংখ্যা খুব কম এবং বাসের ট্রিপ দিন দিন কমানো হচ্ছে।’
নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না বলেন, ‘আমরা দ্রুত রাকসু নির্বাচন চাই। রাকসু ও সিনেট নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটবে। যেটির মাধ্যমে ক্যাম্পাস থেকে মৌলবাদ দূর হবে।’
এ বিষয়ে রাকসু আন্দোলন মঞ্চের আহবায়ক আবদুল মজিদ অন্তত বলেন, ‘রাকসু এবং সিনেট কার্যকরসহ ১৪ দফা দাবি নিয়ে আমরা মাসব্যাপি কর্মসূচি শুরু করেছি। এই কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ (বুধবার) গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছি। এই গণস্বাক্ষর কর্মসূচি আগামী ৯ নভেম্বর পর্যন্ত চলবে। এর পরবর্তীতে ছাত্রদের নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করবো। আমরা শিক্ষকদের নিয়ে দুটি সেমিনার আয়োজন করবো। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনকে নিয়ে মহাসমাবেশের আয়োজন করবো।’
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর ১৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করে রাকসু আন্দোলন মঞ্চ। সম্মেলনে তারা ১৪ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো আদায়ের লক্ষ্যে আগামীতে ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দেন তারা।
সানশাইন/টিএ