শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ৮ই আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার নেতবৃৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক সামাউন সরকার, সাংগঠনিক সম্পাদক বাবর আলী, নিসিয়র সহ-সভাপতি সেলিনা খাতুন ও মোজাফফর হোসেন, সহ-সভাপতি সুমন কুমার তরফদার ও অহিদুল হক সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক রুপালি খাতুন ও শ্রীলা সরকার প্রমুখ।
এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি প্রভাস কুমার আচার্য্য, কার্যকরী সভাপতি তাপস কুমার নিয়োগী, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোহেল, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক একেএম শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি তরিকুল ইসলাম, শিক্ষা ও সমাজকল্যান সম্পাদক শফিকুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আখি ইকবাল, সহ-সভাপতি গোলজার হোসেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম কমল চন্দ্র সিং, আইন সম্পাদক সুলতান মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক এনামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অঞ্জন কুমার মিত্র, শ্রমিক কল্যান বিষয়ক সম্পাদক শামিম উদ্দীন, কার্র্য্যকরী সদস্য আশরাফুল ইসলাম তরুন ও শামসুল হক।