সর্বশেষ সংবাদ :

রাজশাহী কর অঞ্চলে আয়কর তথ্য সেবা মাসের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজশাহী কর অঞ্চলে আয়কর তথ্য সেবা মাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজশাহী কর অঞ্চল কার্যালয় থেকে করদাতারা আয়কর বিবরণী বা রিটার্ন জমায় সব ধরনের সেবা পাবেন। সেই লক্ষ্যে রাজশাহী কর অঞ্চল সার্কেল কার্যালয়ে উদ্যোগে আয়কর তথ্যসেবা মাস উদ্বোধন করেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার মো. নুরুজ্জামান খান।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী কর আপীল অঞ্চলের কর কমিশনার মো. শামীমুর রহমান, অতিরিক্ত কর কমিশনার মুন্সী হারুনুর রশিদ, অতিরিক্ত কর কমিশনার ফরিদ আহমেদ, অতিরিক্ত কর কমিশনার এস এম সোহেল রহমান, অতিরিক্ত কর কমিশনার মোহা. মাহবুবুর রহমান, যুগ্ম অতিরিক্ত কর কমিশনার মেহেদী হাসান, রাজশাহী অঞ্চলের উপ কর কমিশনার (প্রশাসন) মুহা. রাশেদুল হাসান, বাংলাদেশ বিটিএলএ সহ-সভাপতি মো. ফজলে করিম, রাজশাহী কর আইনজীবী সমিতির সভাপতি মো. মোজাহারুল হক বকুল, সাধারণ সম্পাদক মো. ফজলে তাহের।
উল্লেখ্য, রাজশাহী কর অঞ্চলের কর সার্কেল কার্যালয়ের উদ্যোগে মাসব্যাপী সার্কেলে করদাতাদের জন্য সেবাকেন্দ্র চালু করা হয়েছে। সেখানে রিটার্ন জমার পাশাপাশি রিটার্ন ফরম পূরণে সহায়তা দেওয়া হবে। রিটার্ন জমার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হবে। এ ছাড়া ই-রিটার্ন জমা দিতে আগ্রহী করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে। এ বছরও কর মেলা না হবার কারণে কর মেলার পরিবর্তে মেলার আদলে কর তথ্যসেবা মাস চালু করেছে রাজশাহী কর অঞ্চল।


প্রকাশিত: নভেম্বর ২, ২০২২ | সময়: ৬:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ