সর্বশেষ সংবাদ :

 গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত 

গোমস্তাপুর প্রতিনিধিঃ

“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন রেজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আত্নকর্মী শিরিন আকতার,সারওয়ার জাহান সুমন প্রমূখ।

 

আলোচনা শেষে ৩ জন যুব কর্মীকে প্রশিক্ষণ সনদ, ৪ জনকে যুব ঋণ, ৩ জন সফল আত্নকর্মী, ৩ জন সফল যুব সংগঠনকে সম্মাননা পত্র, ২ জন আত্নকর্মীকে স্মারক উপহার ও ১টি সফল যুব সংস্থা অগ্রদূত বাংলাদেশকে স্মারক উপহার প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স এ মিলিত হয়ে জাতীয় যুব দিবসের মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা।

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: নভেম্বর ১, ২০২২ | সময়: ৮:৫৯ অপরাহ্ণ | Daily Sunshine