মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধিঃ
‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় যুব দিবস ২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয় কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, যুব প্রশিক্ষণ সনদ ও যুব ঋণ বিতরণ করা হয়। আলেচোনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে ১১ জন যুবকদের মাঝে প্রশিক্ষণের সনদ ও ৬ জন যুবকদের মাঝে ৬০ হাজার টাকা করে যুবঋণ বিতরণ করা হয়।
সানশাইন/টিএ