রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক নেতা আব্দুল লতিফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইবনে সিনা হাসপাতলে মারা যান তিনি। স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল লতিফের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, গত ১২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ। ঘটনার পর স্থানীয়রা তাঁকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে দুপুরের দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল লতিফ।
এদিকে, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়ি দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক মহলের শুভাকাঙ্ক্ষীরা শোকসন্তপ্ত হয়ে পড়েন।