রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আমেনা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত আমেনা বেগম নাটোরের লালপুর উপজেলার মো. শহীদের স্ত্রী।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী। তিনি বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ১০ জন। এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৮ জন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ১০ রোগী। তবে রাজশাহী জেলায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম। অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে। হাসপাতালের আটটি ওয়ার্ডে চলছে তাদের চিকিৎসা। তবে আক্রান্তদের অবস্থা উন্নতির দিকে।


প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২ | সময়: ৬:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ