বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি : সম্প্রতি রাজশাহীতে বেকারি মালিকদের ভোক্তা অধিকার বিরোধী তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) শাখা কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)। রোববার (৩০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই প্রতিবাদ জানায় সংগঠনটি।
এসময় ‘পঁচা বাসি বেকারি, আর নয় দরকারি’, ‘চলো যাই যুদ্ধে, ভেজালের বিরুদ্ধে’, ‘ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম’সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানায় সংগঠনটির সদস্যরা।
মানববন্ধনে জাহিদ হাসান নামে আরবি বিভাগের এক শিক্ষার্থী বলেন, সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীতে খাদ্যে ভেজাল প্রতিরোধে একটি অভিযান চালানোর পরে বেকারি মালিক সমিতি ওই অভিযানের বিরুদ্ধে মানববন্ধন করেছে। আমরা মনে করি, ওই মানববন্ধনের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে যে, তারা অপরাধ করবে, সেটা কোনো দোষনা বরং তাদের অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটা দোষ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চালানো ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিজানের বিরুদ্ধে বেকারি মালিক সমিতির প্রতিবাদ করার অর্থ কি? প্রত্যেকটা সেক্টর থেকে যদি অপরাধীরা এভাবে আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাহলে তো দেশটাই ধ্বংস হয়ে যাবে।
তিনে আরও বলেন, আমরা বলতে চাই বেকারি মালিক সমিতি যেটা করেছে, সেটা কোনো সঠিক কাজ হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকে আমরা সাধুবাদ জানাই। আরও বেশি এধরনের অভিযান পরিচালনা করার জন্য অধিদপ্তরকে আমরা অনুরোধ করছি।
কনজুমার ইউথ বাংলাদেশ রাবি শাখার সভাপতি জেডএম তৌহিদূন নূর বলেন, রাজশাহী বেকারি মালিক সমিতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার বিরুদ্ধে যে মানববন্ধন করেছে, সেটা জনগনের বিরুদ্ধে মানববন্ধন করার সামিল। এটাকে ভোক্তা অধিকার বিরোধী অপতৎপরতা বলে আমরা মনে করি। আমাদের অধিকার বিষয়ে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। শুধু বেকারি মালিক সমিতি না, যেকোনো মালিক সমিতি ভোক্তা অধিকার বিরোধী কোনো অপতৎপরতা চালানোর চেষ্টা করলে, আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিবো। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জনকল্যাণে আরো বেশি বেশি অভিযান পরিচালনা করার জন্য অনুরোধ করছি।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন আইন বিভাগের শিক্ষার্থী আল-আমিন হোসেন। মানববন্ধনে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির সামনে বেকারি মালিক সমিতি বেকারি কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার বিরুদ্ধে মানববন্ধন করে।