বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের দুর্গাদহ এলাকায় মায়ের সাথে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আনিকা বুশরা রিশা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা খাদিজা আক্তার ও আরেক শিশু শিক্ষার্থী জুনাইদ মোতাসিম বিল্লাহ (৫)। নিহত আনিকা বুশরা রিশা নওগাঁর বদলগাছি উপজেলার চাকলা গ্রামের শাহীনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে নওগাঁর বদলগাছি উপজেলার চাকলা গ্রামের শাহীনের স্ত্রী খাদিজা বাড়ি থেকে তার মেয়ে রিশা ও আরেক শিশু শিক্ষার্থী জুনাইদকে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকার এক মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য অটোভ্যানে করে আসছিলেন।
এসময় অটোভ্যান থেকে নেমে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় তারা আহত হন। স্থানীয় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক রিশাকে মৃত ঘোষণা করেন।