সর্বশেষ সংবাদ :

শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ক্রিকেট লীগের ফল

ক্রীড়া প্রতিনিধিঃ

 

রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মাঠে অনুষ্ঠিত শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ক্রিকেট লীগে  রোববার (৩০ অক্টোবর) ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে হারায় বন্ধন ক্রীড়া চক্রকে। টসে হেরে বন্ধন ব্যাট করতে নেমে ১৫ ওভার ২বলে সবকটি উইকেট হারিয়ে তোলে ৫৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেন রিংকু । বিপক্ষ দলের পক্ষে সৈকত ১৯ রানে ৭টি ও শিমুল ২৪ রানে ২টি উইকেট নেয়।

 

ফ্রেন্ডস ৫৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে টার্গেট পুর্ন করে। দলের পক্ষে সর্বোচ্চ পিয়াস (অপরাজিত) ২৯ ও ফারহাস ১৭ রান করেন। বিপক্ষ দলের পক্ষে মুহিন ২৭ ও রিংকু ১ রানে ১টি উইকেট নেন।

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২ | সময়: ৬:৪৮ অপরাহ্ণ | Daily Sunshine