বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
রাবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রাধ্যক্ষ পরিষদ। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বশরীরে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর সমাধি ক্ষেত্রে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদনকালে বিশ্ববিদ্যালয়ের ১৭ টি হলের মধ্যে ১৪ টি হলের প্রাধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ ড. শামীম হোসেন বলেন, আমাদের হলগুলোতে অনেকে নতুন প্রাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন, যাদের অনেকে ইতোপূর্বে বঙ্গবন্ধুর মাজার যিয়ারত করেননি। তারা দায়িত্ব পাওয়ার পরে বঙ্গবন্ধুর মাজার যিয়ারত করতে ইচ্ছা পোষণ করেছিলেন। তাই আমরা পরবর্তীতে সকলের সম্মতিক্রমে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি।