বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ ইং, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
সানশাইন ডেস্ক : আবুল খায়ের স্টীল-এর উদ্যোগে গতকাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী এবং সম্মানিত শিক্ষকদের নিয়ে আয়োজিত হল দেশের সর্ববৃহৎ মেল্টিং প্ল্যান্ট অকঝ এ ফ্যাক্টরি ভিজিট।
শিক্ষকদের প্রতিনিধি দলে ছিলেন চুয়েটের সহযোগী অধ্যাপক ভ. মো. বশির জিসান, সহকারী অধ্যাপক সঞ্জয় দাস, প্রভাষক মো. আসিফুর রহমান, এবং প্রভাষক সাকিবুন নাহার নিলু সহ শেষ বর্ষের ৬৬ জন ছাত্র- ছাত্রী। রডের গুণগত মান বজায় রাখার কৌশল ও প্রক্রিয়া সম্পর্কে অবগত করতে এই ভিজিট এর আয়োজন করা হয়। অকঝ-এর প্ল্যান্ট ভিজিটে উপস্থিত ছিলেন আবুল খায়ের স্টীল-এরক্লযান্ড মার্কেটিং এর কর্মকর্তাগণ এবং প্রোডাকশন ও কোয়ালিটি আ্যাস্যুরেন্স ডিপার্টমেন্ট এর দক্ষ প্রকৌশলীবৃন্দ।