সর্বশেষ সংবাদ :

বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে বাগমারা ও মোহনপুরের জনপ্রতিনিধিদের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে শনিবার রাতে শুভেচ্ছা জানিয়েয়েছেন বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও শুভডাঙ্গা, গোবিন্দপাড়া, বাসুপাড়া, গনিপুর, বড় বিহানালী, কাচারী কোয়ালী পাড়া এবং নরদাশ ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সহ-সভাপতি আমানুল হাসান দুদু, জাকিরুল ইসলাম সান্টু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, সদস্য আশরাফ উদ্দিন খান, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার প্রমুখ।
পরে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, আওয়ামী লীগ নেতা রুস্তম আলী, কেশরহাট পৌরসভা আওয়ামী লীগ সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।


প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২ | সময়: ৬:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ