বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০২৩ ইং, ২০শে আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আলোচনা সভায় আয়োজন করা হয়। এরপর, মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল শেষে কেক কাটে ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাবুল মাস্টার, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম ইয়াসিন আলী মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা ইউনিটের সভাপতি মাহমুদ হাসান ফয়সল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মিঠু সহ-সভাপতি মাসুম আখতার শিশির ও মো. শরীফ উদ্দিন তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল কবীর স্বপন, সাংগঠনিক সম্পাদক তৌহিদ জামিল, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েম হাসান জনি দপ্তর সম্পাদক মো. আহসান আলী, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক শামস-ই-মোহাইমেন সাগর, সমাজ কল্যান সম্পাদক নাফিজ হাসান খানসহ জেলা ইউনিটের সদস্যবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলার আহবায়ক জিয়াউদ্দিন টিপু, সদস্য সচিব সেজান রহমান, নির্বাহী সদস্য মাহবুবুর রহমান, সান্টু রহমানসহ উপজেলা নেতৃবৃন্দ।
সানশাইন / শামি