সর্বশেষ সংবাদ :

বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি

বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ নেসকো লি:,রাজশাহীর সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণের জানানো যাচ্ছে যে, গাছের ডালপালা কর্তনের জন্য অত্র দপ্তরের আওতাধীন নিম্নবর্নিত ফিডারসমূহ সিডিউল অনুযায়ী আগামী ২৮/১০/২২ ইং বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

 

শেখপাড়া,ঘোষপাড়া,লিচুবাগান,কলাবাগান,সবজিপাড়া,ফকিরপাড়া,হেতমখাঁ,হরিজন কলোনী,বর্ণালীর পেছনে এবং কাদিরগঞ্জ এ সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত।

 

 

সবজিপাড়া,হেঁতেমখাঁ,শেখপাড়া সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ।

 

 

পাঠানপাড়া,দরগাপাড়া,জাদুঘর মোড় সকাল ১০.৩০ থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত। সাহেব বাজার বিটিসিএল,মালোপাড়া,পুলিশ ফাড়ি সকাল ১১.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

 

কাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কতৃপক্ষ আন্তরিকভাবে দু:খিত। নেসকো থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সানশাইন/ শামি


প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২ | সময়: ৪:৪১ অপরাহ্ণ | Daily Sunshine