রবিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকায় চিনির গুদামে অভিযান চালিয়ে মজুদ করা ১৩৪ বস্তা চিনি জব্দ করা হয়েছে। পরে আলী আহাম্মদ নামের ওই ব্যাবসায়ীকে ১৩৪ বস্তা চিনি মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া মজুদ করা চিনিগুলো সরকারী দামে জনসাধারণের মধ্যে বিক্রি করে দেওয়া হয়।
সোমবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মো. সেলিম। এরই অংশ হিসেবে সাহেব বাজার এলাকার ওই ব্যবসায়ীর গুদাম থেকে ১৩৪ বস্তা চিনি জব্দ করা হয়।
তিনি বলেন, চিনির কৃত্রিম সংকট তৈরি করায় রাজশাহীর বিভিন্ন চিনির দোকান ও গোডাউনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে থাকবে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। কেউ চিনির কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, অভিযান শেষে মজুদ করা ১৩৪ বস্তা চিনি সাহেব বাজার এলাকায় সরকারি নির্ধারিত দাম ৯০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।