রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৬ কেজি গাঁজাসহ আব্দুর রহিম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী।
সোমবার ভোর ৫ টায় উপজেলার সান্তাহার হবির মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রহিম বগুড়া জেলার গাবতলী উপজেলার সুখানপুকুর চকডঙর গ্রামের ইদ্রিস প্রামানিকের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, সোমবার ভোর ৫ টায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁ গামী শ্যামলী পরিবহন নামে একটি যাত্রীবাহি বাসে কৌশলে মাদক নিয়ে যাচ্ছিলেন আব্দুর রহিম। গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার হবির মোড় নামক স্থানে বাসটি পৌঁছলে তল্লাশী করা হয়। এসময় যাত্রীবেশে থাকা মাদক ব্যবসায়ী আব্দুর রহিমকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।