বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ৭ মাদক মামলার আসামি আবু বক্কর সিদ্দিক ওরফে খাটো বাবু (৪৮) নামে এক কুখ্যাত মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বিশঘড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু বক্কর সিদ্দিক ওরফে খাটো বাবু বিশঘড়িয়া গ্রামের মৃত সামাদ প্রামাণিকের ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিজ বাড়িতে খাটো বাবু মাদক ব্যবসা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী খাটো বাবুকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে গোয়াল ঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, রাতেই খাটো বাবুর বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। তার বিরুদ্ধে আগের ৭টি মাদক মামলা এবং এই মামলাসহ মোট ৮টি মাদক মামলা রয়েছে। রবিবার দুপুরে আটক খাটো বাবুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।