সর্বশেষ সংবাদ :

র‌্যানকন মটরস বাইকের সুজুকি সার্ভিস ক্যাম্পেইনের উদ্বোধন

সানশাইন ডেস্ক : রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানাধীন প্যারামাউন্ট স্কুল সংলগ্ন মাঠে র‌্যানকন মটরস বাইক লিমিটেড এর পক্ষ থেকে সুজুকি মেঘা সার্ভিস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়। শনিবার উক্ত সার্ভিস ক্যাম্পের ফিতা কেটে উদ্বোধন করেন আব্দুল্লাহ মটরস এর তত্ত্বাবধায়ক আল মাহমুদুল হাসান (সেতু)। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সাব্বিরুল ইসলাম (রিজিওনাল সার্ভিস ম্যানেজার), আসিব মিয়া (টেরিটরি সার্ভিস ম্যানেজার), টেকনিশিয়ান আলামিন, পল্লব সরকার, কেফায়েত হোসেন, আব্দুস সালাম, শাওন চন্দ্র দাসসহ অনেকে উপস্থিত ছিলেন। উক্ত সার্ভিসে গ্রাহকরা সে সব সুযোগ সুবিধাদি পাবেন ফ্রি সার্ভিস, স্পয়ার পার্টস অথবা সর্বনিম্ন ৫ ভাগ সর্বোচ্চ ১০ ভাগ, ইঞ্জিন ওয়েল, বাইক ডিসপ্লে, মাইলেজ টেস্ট, টেস্ট রাইড, ডার্টগেম, স্লো রাইড গেম, স্পেশাল গিফট ফর গেমস এন্ড গেম উইনার। এই ক্যাম্পেইন চলবে দুই দিন ব্যাপি।


প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২ | সময়: ৬:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ