রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় শনিবার সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে এক সিএনজি চালক নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম ছোট চৌগ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে। গুরুতর আহত আশিককে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শনিবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় বিপরীত থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ঘে সিএনজি দুমড়ে-মুচড়ে সিএনজি চালক রফিকুল ইসলাম, আশিক ও বুলবুল আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিএনজি চালক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আর আহত আশিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা বিষয়টি নিশ্চিত করেছেন।