শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হাবিবুর রহমান (৬৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি জেলার পুঠিয়ার সাতবাড়িয়া দিয়াড়পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় গত বছরের ২০ ফেব্রুয়ারি থেকে তিনি কারাবন্দি ছিলেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন হাবিবুর।
শুক্রবার সকাল ১০টার দিকে কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেল সুপার আরও জানান, হাবিবুরের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।