সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে শুভেচ্ছা জানিয়েছেন মোহনপুরের ধুরইল ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
শুক্রবার রাত ৭টায় নগরীর বোয়ালিয়া থানা মোড়স্থ চেম্বারে ফুলেল শুভেচ্ছা জানান মোহনপুর উপজেলা ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও নানকিং গ্রুপের স্বত্ত্বাধিকারী এহসানুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন ধুরইল ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ।