সর্বশেষ সংবাদ :

পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাঙ্গাবাড়ীতে পানিতে ডুবে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বাঙ্গাবাড়ী ইউনিয়নের একটি জলাশয়ে (কোপরায়) এ ঘটনা ঘটে। নিহত ওই স্কুল ছাত্রের নাম আরাফাত (১২)। সে বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে সে বাড়ি থেকে সাইকেল যোগে ওই স্থানে গোসল করতে নামে। সেখানে সে পানিতে ডুবে মারা যান। পরে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসে সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২ | সময়: ৫:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ