সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ ইং, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্পোর্টস ডেস্ক: পেসার সাফওয়ান শরিফের বল মিড অন-ফিল্ডারের মাথার ওপর দিয়ে পাঠালেন রায়ান বার্ল। বল বাউন্ডারি সীমানা ছোঁয়ার আগেই হুঙ্কার দিয়ে উঠলেন ব্যাটসম্যান। ডাগআউটে সিকান্দার রাজা হাত ছুড়লেন বাতাসে। গ্যালারিতে জিম্বাবুয়ের সমর্থকরা মেতে উঠলেন উৎসবে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ওঠার আনন্দ বলে কথা!
হোবার্টে শুক্রবার প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের জয় ৫ উইকেটে। ১৩৩ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলেছে ৯ বল বাকি থাকতে। বিশ্বকাপে ফেরার আসরে জিম্বাবুয়ে পরের ধাপে পা রাখল ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে। সেখানে দুই নম্বর গ্রুপে তারা খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে।
টিকে থাকার লড়াইয়ে ব্যাটে-বলে আলো ছড়িয়ে জিম্বাবুয়ের নায়ক সিকান্দার রাজা। দারুণ ছন্দে থাকা এই অফ স্পিনিং অলরাউন্ডার প্রথমে বল হাতে ৪ ওভারে ২০ রান দিয়ে নেন একটি উইকেট। পরে ২৩ বলে ৩ চার ও ২ ছক্কায় খেলেন ৪০ রানের ঝড়ো ইনিংস। প্রথম পর্বে তিন ম্যাচের দুটি জিতল জিম্বাবুয়ে। আর দুটিতেই ম্যাচের সেরা রাজা। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮২ রানের চমৎকার ইনিংসের পর হাত ঘুরিয়ে ২২ রানে নিয়েছিলেন একটি উইকেট।
স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে বড় অবদান আছে আরও দুজনের। প্রতিপক্ষকে অল্পতে বেঁধে রাখতে ৪ ওভারে একটি মেডেন দিয়ে স্রেফ ১৪ রানে ২ উইকেট নেন পেসার টেন্ডাই চাটারা। সুস্থ হয়ে ফিরে ৫৪ বলে ৫৮ রানের কার্যকর ইনিংস খেলেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।