শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: দিন যত গড়াচ্ছে, ঘনিয়ে আসছে বিশ্বকাপ। প্রশ্নগুলোও ঘুরেফিরে উঠছে- এবার ফেভারিট কারা? ট্রফি উঠবে কার হাতে? দিদিয়ে দেশমও মুখোমুখি হলেন বিশ্বকাপের সম্ভাব্য দাবিদার প্রশ্নের। উত্তরে আট দলের একটা লম্বা তালিকা দিলেন ফরাসি কোচ!
আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হবে বিশ্বকাপ। ১৮ ডিসেম্বরের ফাইনালে কোন দল হাসবে বিজয়ীর হাসি, আপাতত সে উত্তর সময়ের হাতে তোলা থাকছে। বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ আসরের আঙিনায় আলো ছড়াতে কাতারে নোঙর ফেলবে ৩২টি দল। সবার চোখে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তবে এদের মধ্যে কেউ কেউ বাকিদের চেয়ে এগিয়ে থাকবেন ঢের।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে বাজিমাত করা ফ্রান্স মধ্যপ্রাচ্যের দেশটিতে যাবে মুকুট ধরে রাখার কঠিন লক্ষ্য নিয়ে। ১৯৮৬ সালে সবশেষ পাওয়া স্বাদ ফিরে পাওয়ার দুর্নিবার আকাঙ্খা থাকবে আর্জেন্টিনার। রেকর্ড পাঁচ শিরোপায় ব্রাজিল সেই আটকে আছে ২০০২ সাল থেকে, এই বৃত্ত ভাঙতে চাইবে তিতের দল।
২০১৪ বিশ্বকাপের সাফল্য ২০২২-এ পুনরাবৃত্তির প্রত্যাশা থাকবে জার্মানির। সেই ১৯৬৬ সালে ইংল্যান্ডের জেতা সাফল্যে সময়ের ধুলো জমেছে অনেক, তা ঝেড়ে ফেলতে মরিয়া থাকবে গ্যারেথ সাউথগেটের দল। স্পেনের চাওয়া থাকবে ২০১০ সালের সুখস্মৃতি ফিরিয়ে আনার। গেলবার রানার্সআপ হওয়ার অতৃপ্তি ঘোঁচাতে উন্মুখ থাকবে ক্রোয়েশিয়াও।
সব মিলিয়ে ধুন্ধুমার লড়াইয়ের ক্ষণ গুণছেন ফুটবলপ্রেমীরা। দেশম যেমন শিরোপার মূল প্রতিদ্বন্দ্বী দেখছেন অনেক। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে তাই ফেভারিটের বড় তালিকা দিয়েছেন তিনি। “কাউকে অসন্তুষ্ট করতে চাই না, সবসময় (ফেভারিট হিসেবে) আপনার কাছে কিছু চেনা নাম থাকবে। লাতিন আমেরিকার দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। এরপর পাঁচ বা ছয়টি ইউরোপিয়ান দল; যেমন, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া।”
ইউরোপের পাঁচ বা ছয়টি ফেভারিট দলের নাম বললেও দেশম উল্লেখ করেছেন পাঁচটি দেশের কথা। নিজের দল ফ্রান্সের নাম আনেননি মুখে! তবে ফ্রান্স কোচের মনে হচ্ছে, যাদের কথা বলেছেন, তারা সব মিলিয়ে ফেভারিট। “এই দলগুলোর ঐতিহ্য আছে, অভিজ্ঞতা আছে এবং সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে তারা নিজেদেরকে আসলেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে প্রমাণ করেছে।” আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে পথচলা শুরু হবে ফ্রান্সের। ‘ডি’ গ্রুপের বাকি দুই দল ডেনমার্ক ও তিউনিসিয়া।